পশ্চিমবঙ্গে এনসেফালাইটিস সংক্রমণে ১০৮ জনের মৃত্যু

 

 

মাথাভাঙ্গা মনিটর: ভারতেরপশ্চিমবঙ্গে এনসেফালাইটিস (মস্তিষ্কে প্রদাহ) সংক্রমণে গত মঙ্গলবার পর্যন্ত১০৮ জনের মৃত্যু হয়েছে। মহামারির আকার নিয়েছে এই রোগটি। এ নিয়ে সর্বত্রআতংক ছড়িয়ে পড়েছে। সরকারি হিসাবে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। তবেবেসরকারিভাবে এ সংখ্যা ১৩১। জানা গেছে, জুনের শেষ থেকেই উত্তরবঙ্গেএনসেফ্যালাইটিস সংক্রমণ ছড়াচ্ছে অতি মাত্রায়। জলপাইগুড়ি থেকে তা ছড়িয়েপড়েছে অন্য চারটি জেলায়।কোলকাতায় রাজ্যের স্বাস্থ্যশিক্ষা অধিকর্তা সুশান্ত বন্দ্যোপাধ্যায় জানান, এখন পর্যন্ত এই রোগে ১০৮জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত ১৬ দিনে মারা গেছে ৬৭ জন। এর মধ্যেএনসেফালাইটিস পরিস্থিতি খতিয়ে দেখতে শিলিগুড়ির উত্তরবঙ্গ মেডিকেল কলেজহাসপাতালে এসেছে মহারাষ্ট্রের পুণের ভাইরোজি বিভাগের একটি বিশেষজ্ঞ দল।একস্বাস্থ্যকর্তা বলেন, মাদুরাইয়ের সেন্টার ফর রিসার্চ অব মেডিকেলএন্টেমোলজির কাছে চিঠি পাঠানো হয়েছে। কয়েক দিনের মধ্যেই তাদের প্রতিনিধিরাচলে আসবেন।তবে জনস্বাস্থ্য কর্মকাণ্ডের সাথে যারা যুক্ত, তাদেরবক্তব্য, এভাবে ভাড়া করে পতঙ্গবিদ এনে সমস্যার স্থায়ী সমাধান করা যাবে না।রাজ্যের নিজস্ব পতঙ্গবিদ-বাহিনী প্রয়োজন।