মাথাভাঙ্গা মনিটর: গল টেস্টের চতুর্থ দিন শেষে যে রোমাঞ্চের আভাস মিলেছিলো,পঞ্চম দিনে এসে তাকর্পূরের মতোই উবে গেল। শ্রীলঙ্কা পারেনি দক্ষিণ আফ্রিকার ছুড়ে দেয়াচ্যালেঞ্জটা নিতে। আসলে দু প্রোটিয়া ফাস্ট বোলার ডেল স্টেইন-মরনে মরকেলনিতে দেননি। মরনে-মরকেলের তোপে শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংস গুটিয়ে গেছে ২১৬রানে। গল টেস্টে ১৫৩ রানের জয় পেয়েছে সফরকারী দক্ষিণ আফ্রিকা।
শ্রীলঙ্কারদ্বিতীয় ইনিংস যেভাবে তাসের ঘরের মতো ধসে পড়লো,সেটি খানিকটাবিস্ময়-জাগানিয়া। দক্ষিণ আফ্রিকার দেয়া ৩৭০ রানের লক্ষ্য পেরোতে লঙ্কানদেরহাতে ছিলো চারটি সেশন। চতুর্থ দিন শেষে ১ উইকেটে ১১০ রান তুলেও ফেলল তারা।শেষ দিনে প্রয়োজন ২৬০। উইকেটে তখনো ৫৮ রানে লঙ্কান ক্রিকেটের অন্যতম মহিরুহকুমার সাঙ্গাকারা।
পঞ্চম দিনে প্রথম দুই সেশনেই সব পাল্টে গেল ভোজবাজিরমতো। ১ উইকেটে ১১৮ থেকে ২১৬ রানে অলআউট- ৯৮ রানে টপাটপ পড়লো ৯ উইকেট।মধ্যাহ্নভোজের বিরতির আগে পাঁচটি,বিরতির পর চারটি। এ ৯ উইকেটের সাতটিইভাগাভাগি করে নিয়েছেন স্টেইন-মরকেল। দ্বিতীয় ইনিংসে দু জনই পেয়েছেন চারটিকরে উইকেট। লঙ্কানদের পক্ষে সর্বোচ্চ সাঙ্গাকারার ব্যাট থেকে এসেছে ৭৬।ম্যাচসেরা দু ইনিংসে ৯৯ রানে ৯ উইকেটে নেয়া স্টেইন।হাশিম আমলার নেতৃত্বে প্রোটিয়াদের যাত্রা শুরু হলো জয় দিয়ে। দু ম্যাচের টেস্ট সিরিজ দক্ষিণ আফ্রিকা এগিয়ে গেল ১-০ ব্যবধানে।