জয় দিয়েই শুরু করলেন বার্সার নতুন কোচ

মাথাভাঙ্গা মনিটর: রিয়াল মাদ্রিদ থেকে নাম লিখিয়েছিলেন। খেলোয়াড় হিসেবে তাকে বরণ করে নিতেতাই সময় লেগেছিলো বার্সেলোনার সমর্থকদের। কিন্তু লুইস এনরিকে ঠিকই মন জিতেনেন কাতালানদের। শুধু তা-ই নয়, আট বছর খেলেছেন এ ক্লাবে। অধিনায়কও ছিলেন।কোচ হিসেবেও হয়তো দ্রুতই মন জিতে নেবেন বার্সা-সমর্থকদের। জয় দিয়েই যেবার্সায় নিজেদের দ্বিতীয় অধ্যায় শুরু করলেন এ ৪৪ বছর বয়সী।

প্রাক মরসুমে বার্সেলোনা এখন কলম্বিনো ট্রফি খেলছে। স্পেনের সবচেয়েপুরোনো ক্লাব রিক্রিয়েটিভো হুয়েলভা আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধনীম্যাচে স্বাগতিকদের ১-০ গোলে হারিয়েছে বার্সা। মেসি-নেইমার-সুয়ারেজদেরঅনুপস্থিতিতে কালকের জয়ের নায়ক বার্সা যুবদলের খেলোয়াড় হুয়ান রোমান। ২১ বছরবয়সী এ উইঙ্গার ৬৫ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন।এ ম্যাচে অভিষেক হয়ে গেল বার্সার নতুন জার্মান গোলরক্ষক মার্ক-আন্দ্রেটের স্টেজেনের। মেসি-নেইমাররা ছুটি কাটিয়ে আগামী মাসেই দলে যোগ দেবেন। তবেসুয়ারেজের ‘ছুটি’শেষ হতে দেরি আছে। কামড়-কাণ্ডে চার মাসের জন্য নিষিদ্ধহয়েছেন এ উরুগুইয়ান স্ট্রাইকার।২ আগস্ট বার্সেলোনার পরবর্তী ম্যাচে প্রতিপক্ষ ফরাসি ক্লাব নিস।