শৃঙ্খলা ভঙ্গে সাকিবকে বিসিবির জরুরি তলব

 

স্টাফ রিপোর্টার: শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ক্রিকেটার সাকিব আল হাসানকে জরুরি তলব করেছে বাংলাদেশক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ শনিবার সাকিবকে শুনানির জন্য বিসিবি’র কাঠ গড়ায়দাঁড়াতে হবে।গত ১৫ জুন রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেটস্টেডিয়ামে ভারত-বাংলাদেশ সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়। এদিন বৃষ্টিরকারণে খেলা বন্ধ থাকা অবস্থায় অন্য খেলোয়াড়ের সাথে সাকিব আল হাসানওড্রেসিং রুমে বসা ছিলেন। এসময় তিনি জানতে পারেন তার স্ত্রী শিশিরকে বখাটেরাউত্যক্ত করছে। খবর শুনে গ্যালারিতে গিয়ে উত্যক্তকারী ছেলেটিকে সজোরে মারতেথাকেন সাকিব আল হাসান।

সাকিবের স্ত্রী শিশিরকে উত্ত্যক্ত করারঅভিযোগে গ্রেফতার করা হয় রাহিদ রহমান নামে এক উত্যক্তকারীকে। গতবৃহস্পতিবার রাহিদকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। এদিন শুনানি শেষেঢাকার ৫ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবু্যুনালের বিচারক তানজিনাইসমাইল ১০ হাজার টাকার মুচলেকায় অভিযুক্ত রাহিদের জামিন মঞ্জুর করেন।