আমঝুপি প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামে দু সন্তানের জননী নুরজাহান(৩০) গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন।
এলাকাসূত্রে জানা যায়, দারিয়াপুর গ্রামের পশ্চিমপাড়ার ইসলাম আলীর মেয়ে ১০ বছর আগে নূরপুর গ্রামে আলী হোসেনের ছেলে রফিকুলের বিয়ে হয়। স্বামীর বাড়িতে যৌতুকের কারণে নির্যাতিত হয়ে তার গ্রামের বাড়িতে চলে আসেন। পিতা-মাতার সাথে এ বিষয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তিনি গতকাল বৃহস্পতিবার সকাল ৬টার দিকে নিজ বাড়িতে বাঁশের আড়ার সাথে রশি দিয়ে আত্মহত্যা করেন। সকাল ৭টার দিকে বাড়ির লোকজন মৃত অবস্থায় ঝুলতে দেখে পুলিশে খবর দেয়। মুজিবনগর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করে। দু সন্তানের জননী নুরজাহানের বড় ছেলে ফাহিম ৫ম শ্রেণিতে পড়ে। ছোট ছেলের রাসেলের বয়স ১ বছর।