বদরগঞ্জ প্রতিনিধ:চুয়াডাঙ্গা সদরের ভুলটিয়া স্কুলপাড়ার পল্লি চিকিৎসক সবুজ আহমেদ নিখোঁজ হওয়ার ১৩দিন পর বাড়ি ফিরে এসেছেন। যশোরের আলিনগর গ্রাম থেকে গতকাল বৃহস্পতিবার ভোর ৫টার দিকেতাকে উদ্ধার করা হয়েছে বলে পরিবারের লোকজন দাবি করেছে। তবে অনেকে বলছেন, সবুজ পাওনাদারের টাকা দেয়ার ভয়ে নিজেই অপহরণের নাটক করে ১৩দিন আত্মগোপন করে ছিলেন।পুলিশের ধারণাও তাই।
পুলিশ সূত্রে গেছে,৩নং কুতুবপুর ইউনিয়নের ভুলটিয়া গ্রামের ইউনুস মালিতার ছেলে পল্লি চিকিৎসক সবুজ আহমেদ (৩০)ভুলটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশপ্রহরী। তিনি গত ৮জুন রাতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন।সবুজ আহমেদের স্ত্রী পারভীনা খাতুন জানান, মোবাইলফোনে অপহরণকারীরা মোটা অঙ্কের টাকা চাঁদা দাবি করে। পরে সবুজের চাচা শহিদুল ইসলাম ও মন্টু মিয়ার ফোনেও মুক্তিপণের টাকা দাবি করা হয় বলে সাংবাদিকদের জানান সবুজের স্ত্রী। কেউ কেউ বলছেন মুক্তিপণের টাকা দিয়েই সবুজকে মুক্ত করা হয়েছে।