দামুড়হুদা সদর ও হাউলী ইউনিয়নে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা সদর ও হাউলী ইউনিয়নে বঙ্গবন্ধু-বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব আন্তঃপ্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে দামুড়হুদা পাইলট হাইস্কুলমাঠে টুর্নামেন্টর ফাইনালে বালিকাদের খেলায় উজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে এবং বালকদের খেলায় দশমী সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-১ গোলে পাটাচোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা পরিচালনা করেন শিক্ষক হাবিবুর রহমান ও মফিজুর রহমান। খেলায় ধারাভাষ্য দেন শিক্ষক জান মোহাম্মদ জান্টু ও মনিরুল ইসলাম। খেলা শেষে দামুড়হুদা সদর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল হাশেমের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা আ.লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি এম. নুরুন্নবী, উপজেলা শিক্ষা অফিসার নূর জাহান, সহকারী শিক্ষা অফিসার মমতাজ পারভীন, দামুড়হুদা ইউনিয়ন আ.লীগের সভাপতি শহিদুল ইসলাম, ইউপি সদস্য রাশেদুল ইসলাম, হাসান আলী।

অপরদিকে উপজেলার হাউলী ইউনিয়নে বঙ্গবন্ধু-বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা কাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়মাঠেঅনুষ্ঠিত হয়। এ খেলায় বালিকাদের লোকনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে ডুগডুগি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে এবং বালকদের খেলায় লোকনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-১ গোলে গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা পরিচালনা করেন শিক্ষক শফিকুল ইসলাম ও আক্তারুল ইসলাম। খেলা শেষে হাউলী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম উদ্দিনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাও. আজিজুর রহমান। উপজেলা সহকারী শিক্ষা অফিসার মমতাজ পারভীন,হাউলী ইউনিয়ন আ.লীগের সহসভাপতি সিরাজুল ইসলাম,ইউপি সদস্য শাহজামাল, রিকাত আলী, শহিদুল ইসলাম, শিক্ষক কুতুব উদ্দিন, আকবর আলী, লিয়াতক আলী, ইয়াছনবী প্রমুখ মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।