জামজামি প্রতিনিধি: আলমডাঙ্গার জামজামি ইউনিয়নের ঘোষবিলা স্কুলমাঠে গতকাল বিকেলে বেলা সাড়ে ৩টায় বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পুরাতন পাঁচলিয়া প্রাইমারি স্কুলের বালকদল স্বাগতিক ঘোষবিলা প্রাইমারি স্কুলকে ৩-১ গোলের ব্যবধানে পরাজিত করে। একই মাঠেই অনুষ্ঠিত অপর ফাইনালেপুরাতন পাঁচলিয়া প্রাইমারি স্কুলের বালিকাদল নারায়ণপুর শ্রীনগর প্রাইমারি স্কুলের বালিকা দলকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিযনের গৌরব অর্জন করে ।
খেলা শেষে জামজামি ইউপির প্যানেল চেয়ারম্যান মনিরুদ্দিনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. আলাউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আ.লীগ সাধারণ সম্পাদক রাহাব উদ্দিন, উপজেলা কৃষকলীগ নেতা হায়দার আলী, পুরাতন পাঁচলিয়া এসএমসি’র সভাপতি তৈয়ব আলী, প্রধান শিক্ষক ওয়াজেদ আলি প্রমুখ। এ অনুষ্ঠানে চ্যাম্পিয়ন-রানারআপ দলের হাতে পুরস্কার গোল্ডকাপ তুলে দেয়া হয় । ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত করা হয় চ্যাম্পিয়ন দলের ক্ষুদে খেলোয়াড় হাওয়া খাতুন ও আরাফাত ইসলাম।খেলা পরিচালনা করেন খন্দকার আরেফিন কবীর ও মুকুল হোসেন ।