ঝিনাইদহে বিদ্যুতস্পৃষ্টে গ্যারেজ শ্রমিকের মৃত্যু

 

 

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ সদর উপজেলার করাতিপাড়া গ্রামে গতকাল বৃহস্পতিবার সকালে বিদ্যুত স্পৃষ্ট হয়ে রফিউদ্দীন (৩৪) নামে এক মোটরগ্যারেজ শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি একই গ্রামের আফাজ উদ্দীনের ছেলে।

ঝিনাইদহ সদর হাসপাতালের চিকিৎসক ডা. আমিন মোস্তফা জানান, সকাল ১০টার দিকে রফিউদ্দীন নামে এক ব্যক্তিকে বিদ্যুতস্পৃষ্টে আহত অবস্থায় তার স্বজনরা হাসপাতালে আনার পথে মৃত্যুবরণ করেন। সদর উপজেলার সুরাট ইউনিয়নের করাতিপাড়া গ্রামের নিজ বাড়িতে রফিউদ্দীন ওয়েল্ডিঙের কাজ করার সময় ছেঁড়া তারে জড়িয়ে মৃত্যুবরণ করেন। এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক ইজাজ হোসেন জানান, বিদ্যুতস্পৃষ্ট হয়ে এ ব্যক্তির মৃত্যুর খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে গেছে।