লালমনিরহাটে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষে নিহত ১ :আহত ৫

 

স্টাফ রিপোর্টার: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গাইউনিয়নের কাসাইটারী বটের তলা এলাকায় আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদেরসংঘর্ষে  মিলন হোসেন (১৮) নামের এক হোটেল শ্রমিক নিহত হয়েছেন। সংঘর্ষে আহতহয়েছেন আরও ৫ জন। গতকালবুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।স্থানীয় লোকজন জানান, সন্ধ্যায় আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যেবিশ্বকাপ ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ বাধে। ওই সংঘর্ষ থামাতে যায় আ.হামিদের পুত্র হোটেল শ্রমিক মিলন হোসেন (১৮)। এ সময় উভয় গ্রুপের ছোড়া পাথরেআঘাতে গুরুত্বর আহত হয় মিলন। পরে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে এলে কর্মরতচিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরাজানিয়েছেন।হাতীবান্ধা থানা পুলিশের অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।