মেহেরপুর অফিস: মেহেরপুর মুজিবনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ জামিনে মুক্তিলাভ করেছেন।গতকাল বুধবার সন্ধ্যার দিকে আব্দুর রশিদ মেহেরপুর জেলা কারাগার থেকে বের হয়ে আসেন।এসময় মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন তাকে ফুল দিয়ে বরণ করে নেন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাড. কামরুল হাসান প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মুজিবনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ গত ১৪ মে আটক হন। তার নামে ৭টি মামলা রয়েছে।