মাথাভাঙ্গা মনিটর: নাইজেরিয়ার দামাতুরু শহরে বিশ্বকাপ ফুটবল খেলা দেখার আসরে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছে।মঙ্গলবার রাতে টেলিভিশনে ব্রাজিল-মেক্সিকোর ম্যাচ দেখার সময় এহামলা চালানো হয় বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন। প্রচণ্ড বিস্ফোরণের ধাক্কায় পুরোজায়গাটি লণ্ডভণ্ড হয়ে গেছে এবং বহু মানুষ হতাহত হয়েছে।বিস্ফোরণের পরকয়েকটি পিকআপ ট্রাকে করে হতাহতদের নিকটবর্তী সানি আবাচা বিশেষায়িত হাসপাতালে নিয়েযাওয়া হয়।বিস্ফোরণটিকে একটি আত্মঘাতী বোমা হামলা বলে জানা গেছে। দেশটির কোনো জঙ্গিগোষ্ঠী ওই হামলার দায়িত্ব স্বীকার করেনি। তবে দামাতুরু ও পাশেরইয়বি রাজ্যে পাঁচ বছর ধরে তৎপরতা চালিয়ে যাচ্ছে বোকোহারাম।উত্তরাঞ্চলীয় আদামাওয়া রাজ্যেও কয়েকদিন আগে বোকো হারামের হামলায়১৪ জন নিহত ও আরো ১২ জন আহত হয়েছিলেন।