স্টাফ রিপোর্টার: নোয়াখালীর সূবর্ণচর উপজেলায় গৃহবধূ আয়েশা খাতুনকে পিটিয়ে হত্যা মামলায় স্বামী খলিল মিয়াসহ তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সাঈদ আহমেদ এ রায় দেন।জানাগেছে, চরজুবলী ইউনিয়নের দক্ষিণ কচ্ছপিয়া গ্রামে ২০০৫ সালের ২৬ মেপারিবারিক কলহের জের ধরে গৃহবধূ আয়েশা আক্তারকে পিটিয়ে হত্যা করে তারস্বামী খলিল মিয়া ও পরিবারের লোকজন। এ ঘটনায় নিহত আয়েশার মা ছকিনা খাতুনবাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা পর ১নং আসামিস্বামী খলিল মিয়াকে গ্রেফতার করে পুলিশ। অপর দু আসামি আব্দুল মিয়া ওআনোয়ারা বেগম পলাতক রয়েছেন। নারী ও শিশু দমন আদালতের পিপি অ্যাড.হুমায়ন কবির হিরু বিষয়টি নিশ্চিত করে জানান, রাষ্ট্রপক্ষ মামলার আসামিদেরবিরুদ্ধে তথ্য এবং যুক্তি সঠিকভাবে উপস্থাপন করায় বিজ্ঞ আদালত আসামিদেরসর্বোচ্চ শাস্তি প্রদান করেন। এতে রাষ্ট্রপক্ষ খুশি। পলাতক দু আসামিকেদ্রুত গ্রেফতার করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন আদালত। গতকালমঙ্গলবার প্রধানআসামির উপস্থিতিতে মামলার রায় ঘোষণা করা হয়েছে। পলাতক দু আসামি গ্রেফতারবা আত্মসমর্পণ করার পর থেকে তাদের এ রায় কার্যকর হবে।