দামুড়হুদা চারুলিয়ার নিহত গৃহবধূর লাশের ময়নাতদন্ত শেষে দাফন সম্পন্ন

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার চারুলিয়া গ্রামের নিহত গৃহবধূ সুম্মার লাশের ময়নাতদন্ত শেষে দাফন সম্পন্ন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে দামুড়হুদা থানা পুলিশ নিহত গৃহবধূর লাশের ময়নাতদন্ত করার জন্য হাসপাতালমর্গে পাঠায়। দুপুরে লাশের ময়নাতদন্ত শেষে বিকেল ৩টার দিকে জয়রামপুর গাতিরপাড়া কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। এ দিকে বিষয়টি এক লাখ টাকার বিনিময়ে আপস-রফা করেছে বলে এলাকায় জোর গুঞ্জন উঠলেও তা অস্বীকার করেছে নিহত সুম্মার পরিবারের লোকজন।

উল্লেখ্য, দামুড়হুদা দশমীপাড়ার ছাত্তার ড্রাইভারের মেয়ে সুম্মা গত সোমবার বেলা ১১টার দিকে পারিবারিক কলহের কারণে ঘরের আড়ার সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে থানায় নেয়। তাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে দাবি করে নিহত সুম্মার চাচা মুনতাজ আলী বাদী হয়ে দামুড়হুদা থানায় একটি অভিযোগ দায়ের করে।