চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের মাদকবিরোধী অভিযান: প্যাথেডিনসহ তরিকুল গ্রেফতার

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৯৪ পিস প্যাথেডিনসহ দামুড়হুদার পীরকুল্লা মাঝপাড়ার নাজিম উদ্দিনের ছেলে মাদকব্যবসায়ী তরিকুলকে (৩০) গ্রেফতার করেছে চুয়াডাঙ্গা ডিবি পুলিশ। ভূষির প্যাকেটে অভিনবপন্থায় সংরক্ষিত রাখা অবস্থায় তরিকুলকে হাতেনাতে গ্রেফতার করে ডিবি পুলিশ।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়,গতকাল মঙ্গলবার দুপুর ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ডিবি পলিশের এসআই খালিদ,এসআই ইব্রাহীম ও এএসআই জগদীশ সঙ্গীয় ফোর্স নিয়েঅভিযান চালিয়ে কোর্টমোড় থেকে তরিকুল নামের এক মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছেন। গ্রেফতার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তরিকুল জানায়, হাসপাতাল রোডের ওষুধ ব্যবসায়ী সাইফুলের কাছে সে এ প্যাথেডিন নিয়ে যাচ্ছিলো।

ডিবি পুলিশের এসআই খালিদ জানান,আলমডাঙ্গা চিৎলা ইউনিয়নের রইথনপুরে সাইফুল, দামুড়হুদার রঘুনাথপুরের সোহাগ তরিকুলের নামে মামলা করা হয়েছে। আজ বুধবার তরিকুলকে আদালতে সোপর্দ করা হতে পারে।