স্টাফ রিপোর্টার: আসন্নরমজান মাস উপলক্ষে অফিস সময় পরিবর্তন করেছে সরকার। নতুন সময়সূচি অনুযায়ীরমজান মাসে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অফিস সময় নির্ধারণ করাহয়েছে। মাঝখানে জোহরের নামাজের জন্য বেলা সোয়া ১টা থেকে ১টা ৩০ মিনিটপর্যন্ত বিরতি থাকবে। গতকাল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে রমজানে অফিস সময় নির্ধারণ করা হয়।
সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত এবং আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে রমজান মাসেএ সময় কার্যক্রর হবে। অবশ্য সুপ্রিম কোর্ট ও ব্যাংক-বীমা প্রতিষ্ঠানগুলোতাদের সুবিধা মতো অফিসসূচি নির্ধারণ করতে পারবে।বৈঠক শেষে মন্ত্রিপরিষদসচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের এতথ্য নিশ্চিত করেছেন।তিনি আরো জানান, বৈঠকে বিদ্রোহে মৃত্যুদণ্ডের বিধান রেখে কোস্টগার্ডআইন-২০১৪ অনুমোদন করেছে মন্ত্রিসভা।