স্টাফ রিপোর্টার:যশোরেপুলিশের গুলিতে দু সন্ত্রাসী আহত হয়েছে। আহতরা হলো ডলার ও ভিকি। পরেতাদেরকে আটক করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময়ঘটনাস্থল থেকে একটি ওয়ান শ্যুটারগান, এক রাউন্ড গুলি, পাঁচটি বোমা ও একটিরামদা উদ্ধার করে পুলিশ।
জানা যায়, ডলার শহরের ষষ্ঠিতলা এলাকার বাচ্চু মিয়ার ছেলে এবং ভিকি রেলগেট এলাকার বাবু সিকদারের ছেলে। গত রোববার রাতে যশোর শহরের চাঁচড়া ডাল মিল এলাকায় কাস্টমসের শুল্ক গুদামের পাশে এ ঘটনা ঘটে।কোতোয়ালিথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, শহরের চাঁচড়াএলাকার শুল্ক গুদামের পাশে কতিপয় সন্ত্রাসী নাশকতার জন্য অবস্থান করছিলো।খবর পেয়ে চাঁচড়া ফাঁড়ির ইনচার্জ এসআই জামাল উদ্দিন ফোর্স নিয়ে সেখানে যায়।সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে কয়েকটি বোমারবিস্ফোরণ ঘটায়। জবাবে পুলিশ কয়েক রাউন্ড গুলিবর্ষণ করে। এতে সন্ত্রাসী ডলারও ভিকি গুলিবিদ্ধ হয়। সাথে সাথে পুলিশ তাদের আটক করে। তবে তাদের সহযোগীরাপালিয়ে যায়।