দামুড়হুদার কার্পাসডাঙ্গা আদিবাসী পল্লিতে আজও পৌঁছেনি বিদ্যুতের আলো

 

 

মোস্তাফিজুর রহমান কচি: দামুড়হুদার কার্পাসডাঙ্গা আদিবাসী পল্লিতে আজও বিদ্যুতের আলো পৌঁছেনি। ছেলে-মেয়েরা এখনও কুপিবাতি জ্বালিয়ে লেখাপড়া করে থাকে। বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছে। উপজেলার সব গ্রামে পাকা রাস্তা, বিদ্যুতের আলো পৌঁছেছে। বর্তমান আধুনিক যুগে সকল সুযোগ সুবিধা ভোগ করছে। কিন্তু কার্পাসডাঙ্গার আদিবাসীরা দীর্ঘদিন থেকে বসবাস করছে কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের পেছনে। ৪০টি পরিবারের ৩৫-৪০ জন ছেলেমেয়ে স্কুলে লেখাপড়া করছে। আদিবাসী পল্লির পাশ দিয়ে বয়ে গেছে বিদ্যুতের তার ও খুঁটি। অর্থের অভাবে তারা বিদ্যুত সংযোগ নিতে পারছে না। ৪০টি পরিবার খুবই দরিদ্র, রাত দিন কঠোর পরিশ্রমে তাদের সংসার চালাতে হয়। বিদ্যুত নিতে লক্ষাধিক টাকা কীভাবে জোগাড় করবে। বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন, সবার জন্য শিক্ষা নিশ্চিতকরণ করতে হলে কার্পাসডাঙ্গা আদিবাসী পল্লিতে বিদ্যুত সংযোগসহ সকল সুযোগ সুবিধা দিতে হবে। বিষয়টির প্রতি চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সুদৃষ্টি কামনা করেছে অবহেলিত আদিবাসী পরিবারগুলো।