আমি ৯৫ ভাগ জনগণের নেত্রী : খালেদা জিয়া

 

 

স্টাফ রিপোর্টার:বিএনপিচেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, ‘আমি দেশের ৯৫ ভাগ জনগণের নেত্রী।তাই সংলাপ করতে হলে আমার সাথেই করতে হবে। আমি বিরোধী দলীয় নেত্রী নই বরংসারা দেশের জনগণের নেত্রী। ৫ জানুয়ারি সুষ্ঠু নির্বাচন হলে বিরোধী দল নয়।সরকার গঠন করতাম।’‘খালেদা জিয়া বিরোধী দলীয় নেত্রী নন তাই তারসাথে কোন সংলাপ নয়’ সম্প্রতি গণভবনে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর এমনবক্তব্যের জবাবে তিনি এসব কথা বলেন। গতকাল সোমবার রাতে চেয়ারপারসনেরগুলশানের রাজনৈতিক কার্যালয়ে সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে ১৯ দলীয় জোটেরশীর্ষ নেতাদের সাথে সাংবাদিকদের একটি প্রতিনিধি দলের মতবিনিময় অনুষ্ঠানেখালেদা জিয়া এসব কথা বলেন।তিনি বলেন, ‘শেখ হাসিনা ভালো মানুষেরনেত্রী নন। তিনি সন্ত্রাসী গডফাদারদের নেত্রী। আওয়ামী লীগ আজ পদে পদেমানবতা লঙ্ঘন করা হচ্ছে। এ জন্য তাদের জবাবদিহি করতে হবে।’সভায় আরোউপস্থিত ছিলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গনি, তরিকুল ইসলাম, সাংবাদিক নেতাদের মধ্যেউপস্থিত ছিলেন, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ, সাধারণসম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (একাংশে)সভাপতি এমএ আজিজ, সাবেক মহাসচিব রুহুল আমিন গাজী, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (একাংশে) সভাপতি কবি আব্দুল হাই শিকদার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমপ্রধান প্রমুখ।