মুজিবনগরে খ্রিস্টানদের ২৯তম জাতীয় যুব দিবস উদ্বোধন

 

মুজিবনগর প্রতিনিধি:‘অন্তরে যারা দীন-ধন্য তারা, স্বর্গ রাজ্য তাদেরই’এ মূল সুরকে সামনে রেখে মেহেরপুরে মুজিবনগর ভবরপাড়া খ্রিস্টানপল্লিতে খ্রিস্টানদের ২৯তম জাতীয় যুব দিবস উপলক্ষে ৫ দিনব্যাপি উৎসবের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে ভবেরপাড়া ক্যাথলিক চার্চে অনুষ্ঠানের উদ্বোধন করেন ভ্যাটিক্যাল সিটি রাষ্ট্রদূত আর্চ বিশপ জর্জ কোছোরী। এর আগে সকাল ৯টার দিকে চার্চ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। নেতৃত্ব দেন ভ্যাটিক্যাল সিটি রাষ্ট্রদূত আর্চ বিশপ জর্জ কোছোরী। র‌্যালিটি খ্রিস্টানপল্লির বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন এবং শান্তির কবুতর উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন রাষ্ট্রদূত আর্চ বিশপ জর্জ কোছোরী।এসময় উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, বিশপ রমেন জেমর্স বৈরাগী, বিশপ সব্রত লরেন্স, ফাদার পিউস পড়ুয়েং, ফাদার লাভলু সরকার ফাদার যাকুব এস বিশ্বাস, ফাদার ডমিনিক সরকার, ফাদার প্রলয় ডি ক্রুশ, ফাদার উৎপল রিছিল, ফাদার শোনেল গমেজ, ফাদার নবীন পিউস কান্তা ইউপিচেয়ারম্যান আয়ূব হোসেনসহ বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে খ্রিস্টানধর্মবল্বীরা অনুষ্ঠানে অংশ নেন। এর আগে গত বুধবার বিকেলে মুজিবনগরে পোঁছান ভ্যাটিক্যাল সিটি রাষ্ট্রদূত আর্চ বিশপ জর্জ কোছোরী। এ সময় তাকে ঘোড়ার গাড়িতে শোভাযাত্রা করে নিয়ে আসা হয়। সেখানে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। এ সময় সেখানে মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অরুন কুমার মণ্ডলসহ দেশের বিভিন্ন জেলা থেকে খ্রিস্টানসম্প্রদায়ের পুরহিতবৃন্দউপস্থিত ছিলেন।