দর্শনায় স্কুলছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগ তুলে দুযুবকের বিরুদ্ধে থানায় মামলা

 

পুলিশের হাতে পাঠানপাড়ার রাজন গ্রেফতার

দর্শনা অফিস: স্কুলছাত্রী বোনকে উত্ত্যক্তকরণের অভিযোগ তুলে থানায় দু বখাটে যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ভাই। এ মামলায় পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্ত বকাটে যুবক রাজন ওরফে রাজুকে। দর্শনা রেলওয়ে নিরাপত্তা বিভাগের সদস্য পাঠানপাড়ার নুর মোহাম্মদের ছেলে উদয় হোসেনের অভিযোগে জানা গেছে, তার বোন সুমি খাতুন দর্শনা কেরুজ হাইস্কুলের ৯ম শ্রেণির ছাত্রী। সুমি প্রতিদিন স্কুল ও প্রাইভেট পড়তে যাতায়াতের সময় একই পাড়ার পিয়ার আলীর বখাটে ছেলে রাজন ওরফে রাজু ও শান্তিপাড়ার জনৈক যুবক তাকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে। উত্ত্যক্তের পাশাপাশি স্কুলছাত্রীকে একাধিকবার কুপ্রস্তাব দেয়ার অভিযোগ রয়েছে অভিযুক্ত দু বখাটের বিরুদ্ধে। এ ঘটনায় বারবার অভিযুক্ত বকাটেদের পরিবারে অভিযোগ করে কোনো সুফল না হওয়ায় গত পরশু বুধবার উদয় হোসেন বাদী হয়ে রাজন ওরফে রাজুসহ শান্তিপাড়ার এক বখাটে যুবকের বিরুদ্ধে দামুড়হুদা থানায় দায়ের করেছেন মামলা। এ মামলায় দায়েরের পরপরই দর্শনা আইসি পুলিশ গ্রেফতার করেছে রাজনকে। আইসি ইনচার্জ এসআই মিজানুর রহমান বলেছেন, ওপর আসামিকে গ্রেফতারের প্রক্রিয়া চলছে।