আন্তর্জাতিকশিশু পর্নোগ্রাফিতে জড়িত সন্দেহে তিনজন গ্রেফতার

 

স্টাফ রিপোর্টার: শিশুপর্নোগ্রাফির সাথে জড়িত সন্দেহে রাজধানীর মুগদা ও খিলগাঁও থেকে তিনজনকেগ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।আটকরা হলেন- টিপুকিবরিয়া ওরুপে ফখরুজ্জামান, নুরুল ইসলাম ও শাহারুল।বুধবার ও বৃহস্পতিবারদুপুরে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটকদের মধ্যে টিপুকিবরিয়া একজন শিশু সাহিত্যিক ও আলোকচিত্রী। টিপু কিবরিয়ার লেখা ৫০টির বেশিবই আছে। আটকরা আন্তর্জাতিক শিশু পর্নোগ্রাফির সাথে জড়িত এবং ইন্টারপোলেরদেয়া তথ্য অনুসারে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানায় পুলিশ।ঢাকামহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগ আন্তর্জাতিকশিশু পর্নোগ্রাফির সাথে জড়িত থাকার অভিযোগে ওই তিজনকে আটক করা হয়েছে বলেএর সত্যতা নিশ্চিত করেছে।সিআইডির অতিরিক্ত মহাপরিদর্শক মোখলেসুর রহমানজানান, আটকদের কাছ থেকে ১০০টি অশ্লীল ভিডিওয়ের ডিভিডি জব্দ করেছে সিআইডি।