স্টাফ রিপোর্টার: দামুড়হুদা পুড়োপাড়ার রাজ কুমার তার পছন্দের পাত্রীর সাথে বিয়ের দাবিতে বিদ্রোহ করেও সাড়া না পেয়ে শেষ পর্যন্ত আত্মহত্যার পথে পা বাড়িয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে রাজ কুমার (১৯) তার বাড়িতে প্রবেশ করে বিষের বোতল নিয়ে। নিকটজনদের সামনেই বিষপান শুরু করে। তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। সে সাধন কুমারের ছেলে। তার অবস্থা আশঙ্কাজনক।