গাংনী প্রতিনিধি:আম পাকাতে মানবদেহের জন্য ক্ষতিকর কার্বাইড প্রয়োগের অপরাধে লাল মহাম্মদ (৫০) নামের এক আমব্যবসায়ীর কাছ থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার সকালে মেহেরপুরের গাংনী উপজেলার চিৎলা গ্রামের একটি বাগানে কার্বাইড প্রয়োগের সময় তাকে হাতেনাতে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে পুলিশ। লাল মহাম্মদ চিৎলা গ্রামের মৃত ময়েজ উদ্দীনের ছেলে।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজুল ইসলাম জানান, সকালে এক অভিযানে ওসি তদন্ত মুক্তার হোসেনসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা চিৎলা পাটবীজ খামারের আমবাগানে লাল মহাম্মদকে আটক করেন। তার কাছ থেকে জব্দ করা হয় কার্বাইড মেশানো ১২০ কেজি আম। ঘটনাস্থলে মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার রাজিবুল আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় দোষ স্বীকার করেন ওই আমব্যবসায়ী। বিশুদ্ধ খাদ্য আইনে ১৯৫৯ এর ৬(ক) ধারায় তাকে দোষী সাব্যস্ত করে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত। একইসাথে জব্দকৃত আম পুলিশ পিকআপ ভ্যানের চাকায় পিষ্টে নষ্ট করা হয়। জরিমানা পরিশোধ করে মুক্তি পান আমব্যবসায়ী।