মাদকব্যবসা নির্মুলের ব্যাপারে আমরা সজাগ আছি

 

আলমডাঙ্গায় ওপেন হাউজ ডে অনুষ্ঠানে পুলিশ সুপার রশীদুল হাসান

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা থানার আয়োজনে গতকাল মঙ্গলবার ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।পুলিশ সুপারের সাথে তৃণমূল মানুষের সমস্যা-পরামর্শের সুযোগ সৃষ্টির উদ্দেশে অনুষ্ঠিত ওই আয়োজনে সভাপতিত্ব করেন আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের সঞ্চালকের দায়িত্ব পালন করেন পুলিশ সুপার রশীদুল হাসান।এ সময় তিনি বাল্যবিয়ে, ইভটিজিং, এলাকার ক্রমবর্ধমান আত্মহত্যা,চাঁদাবাজি, অপহরণ, মাদকব্যবসা নিয়ে খোলামেলা আলোচনা করেন।তিনি বলেন,মাদকব্যবসা নির্মুলের ব্যাপারে আমরা সজাগ আছি। প্রতিটি ক্যাম্পের আশপাশের বাজারে আমাদের মোবাইল নম্বর সংবলিত সাইন বোর্ড রয়েছে।আমাদের মোবাইলফোনের নম্বরগুলো আরও সহজে যাতে মানুষ পেতে পারে তার জন্য এ ধরনের সাইন বোর্ডের সংখ্যা বাড়ানো হবে। আপনারা এ নাম্বারগুলো রাখবেন। কোথায় কোথায় মাদকব্যবসা হচ্ছে, মাদকের আড্ডা বসছে-তা জানাবেন।তিনি আরও বলেন,তার সাথে দেখা করতে চাইলে খুব সহজেই সম্ভব হবে। দেখা করতে যাওয়ার পূর্বে শুধুমাত্র তাকে মোবাইলফোনে রিং করে নিলেই হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সাবেক উপজেলা চেয়ারম্যান মকবুলার রহমান, এএসপি সার্কেল কামরুজ্জামান,উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাসান কাদির গনু, ওসি তদন্ত নাজমুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, পৌর আওয়ামীলীগের সভাপতি আবু মুসা, জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক কাইসার আহমেদ বাবলু, ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি সানোয়ার হোসেন লাড্ডু, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ও বেলগাছী ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম মন্টু, বেলগাছী ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি সমীর কুমার দে, জেহালা ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রোকন, খাসকররা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রুন্নু, কালিদাসপুর ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সাবেক সম্পাদক শহিদুল ইসলাম খান, খাদিমপুর ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল হালিম মণ্ডল, মুক্তিযোদ্ধা দিদার আলী, বজলুর রহমান, মাসুদ রানা তুহিনসহ ১৫টি ইউনিয়নের ইউপি সদেস্য ও শুশীলসমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।