মুজিবনগর সীমান্তে বিএসএফর গুলিতে বাংলাদেশি গরুব্যবসায়ী গুরুতর আহত

 

মুজিবনগর প্রতিনিধি:মেহেরপুর মুজিবনগর উপজেলার সোনাপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে আলতাফ হোসেন (৩৫) নামের এক বাংলাদেশি গরুব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। গতরোববার মধ্যরাতে ১০৮ নম্বর মেন পিলার এলাকায় গরু আনতে গেলে এ ঘটনা ঘটে। রাতেই আলতাফ হোসেনকে মেহেরপুর জেনারেল হাসপতালে নেয়া হয়। তার শারীরিক অবস্থার অবনতি হলে ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেরেফার করেন চিকিৎসক। তিনি সোনাপুর গ্রামের ফরজ আলীর ছেলে এবং সীমান্তের লাইনম্যান বলে জানা গেছে।

বাগোয়ান ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য সোনাপুর গ্রামের বাসিন্দা সোহরাব হোসেন জানান, রাতে আলতাফ হোসেনসহ সোনাপুর গ্রামের কয়েকজন গরুব্যবসায়ী সীমান্তে গরু আনতে যায়। কাঁটাতারের বেড়ার কাছে পৌঁছুলে বিএসএফ সদস্যরা ব্যাপক গুলিবর্ষণ করে। গুলিবিদ্ধ অবস্থায় আলতাফ হোসেনকে স্থানীয় লোকজন উদ্ধার করে। তার চোখ, মুখসহ শরীরের বিভিন্ন স্থানে গুলির ছররা বিদ্ধ হয়েছে বলে জানান তিনি।

এদিকে গতকাল সোমবার সকালে ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফ হৃদয়পুর ক্যাম্পে পতাকা বৈঠকের জন্য পত্র দেয় বিজিবি। সেমতো সকাল ৯টার দিকে সীমান্তের ১০৯ নম্বর মেন পিলার সংলগ্ন মাঠে বর্ডারগার্ড ব্যাটালিয়ন ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী সদস্যদের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বিজিবির ৮ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন মুজিবনগর কোম্পানি কমান্ডার সুবেদার জমশেদ আলী। অপরদিকে ভারতের নদীয়া জেলার পাথরঘাটা বিএসএফ কোম্পানি কমান্ডের অ্যাসিস্ট্যান্ট কমান্ড শ্রী লিনুর নেতৃত্বে ৮ সদস্যের বিএসএফ সদস্যরা পতাকা বৈঠকে অংশ নেন। গুলিবর্ষণের বিষয়টি অস্বীকার করে বিএসএফ। সীমান্তে শান্তি রক্ষায় গুলিবর্ষণ বন্ধ করতে বিএসএফকে অনুরোধ করেন বিজিবি প্রতিনিধি দলের প্রধান।