স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা ভি.জে কোর্ট রোডের কহিনুর ট্রেডার্সের মালিক রিন্টুর বিরুদ্ধে ভ্যানচালক শাহাদত হোসেনকে মারপিটের অভিযোগ পাওয়া গেছে। গতকাল বেলা আড়াইটার দিকে ভ্যানচালক তার ভাড়া চাইতে গেলে রিন্টু মারপিট করে বলে অভিযোগকারী জানিয়েছেন। তিনি বলেছেন, একজন ক্রেতা তার দোকান থেকে মালামাল দেখে না নিয়ে চলে যায়। ওই মালামাল গোডাউন থেকে আনা নেয়া বাবদ ভাড়া চাইলে আমাকে মারপিট করে। এ বিষয়ে সদর থানায় রিন্টুর বিরুদ্ধে নালিশ করা হয়েছে বলে জানা গেছে।