ফেনসিডিল পাচারের দায়ে ঈশ্বরচন্দ্রপুরের রাজ্জাকের জেল-জরিমানা

 

স্টাফ রিপোর্টার: ফেনসিডিল পাচারের অপরাধে দর্শনা ঈশ্বরচন্দ্রপুরের আব্দুর রাজ্জাকের দু বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। চুয়াডাঙ্গার স্পেশাল ট্রাইব্যুনাল ৫’র বিজ্ঞ বিচারক মোহাম্মদ আব্দুর রহীম গতকাল সোমবার দুপুরে জনাকীর্ণ আদালতে আসামির উপস্থিতিতে এ রায় প্রদান করেন।

মামলাসূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা দামুড়হুদার দর্শনা ঈশ্বরচন্দ্রপুরের আনারুল ইসলামের ছেলে আব্দুর রাজ্জাক ২০১১ সালের ২০ সেপ্টেম্বর বিজিবির হাতে ধরা পড়ে। তাকে গ্রামের অদূরবর্তী মাঠ থেকে ১২ বোতল ফেনসিডিলসহ আটক করে মামলাসহ দামুড়হুদা থানায় হস্তান্তর করা হয়। ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ খ (১) (খ) ধারায় বিচার শুরু হয়। স্পেশাল ট্রাইব্যুনাল-৫ মামলার সাক্ষ্য প্রমাণ গ্রহণ ও পরীক্ষা করে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে উপরোক্ত দণ্ডে দণ্ডিত করা হয়। রায়ের পর তাকে চুয়াডাঙ্গা কারাগারে নেয়া হয়।