স্টাফ রিপোর্টার:মাত্র এক কিলোমিটার রাস্তা বদলে দিতে পারে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বুইচিতলা গ্রামের তিন শতাধিক কৃষক পরিবারের ভাগ্যকে। দীর্ঘ ৪০ বছর ধরে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে থাকায় মাঠের এক হাজার বিঘা জমির ফসল মাথায় করে ঘরে তুলতে কৃষকদের নাজেহাল হতে হয়।ফলেআর্থিকভাবে কৃষকরা ক্ষতির সম্মুখিন হন। এলাকাবাসীর দাবি মাঠ থেকে গাড়ি করে ফসল ঘরে তুলতে রাস্তাটি অবিলম্বে চালু করা হোক।
জানা গেছে, দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের বুইচিতলা গ্রামের কমিউনিটি ক্লিনিক থেকে ধাবার মাঠ বুকারখাল পর্যন্ত রাস্তাটির দৈর্ঘ্য প্রায় এক কিলোমিটার এবং চওড়া ৩০ ফুট। এ মাঠটিতে বুইচিতলা ও হরিশচন্দ্রপুর গ্রামের তিন শতাধিক কৃষক পরিবারের ১ হাজার বিঘা রয়েছে। মাঠে ডিপটিউবওয়েল ৪টি ও অসংখ্য শ্যালোইঞ্জিন রয়েছে। প্রতি ইরি-বোরো মরসুমে ধান, পাট, গম, ভুট্টা, পেঁয়াজ, আলুসহ বিভিন্ন খাদ্যশস্য উৎপাদন করে থাকে কৃষকরা। কিন্তুফসল পাকার পর মাঠ থেকে তুলে বাড়ি আনতে কৃষকদের ভোগান্তিতে পড়তে হয়। দীর্ঘদিন ধরে কৃষকরা রাস্তাটির দাবি জানিয়ে আসলেও তা বাস্তবায়ন হয়নি। অথচএ মাঠেই প্রতিবছর দেশের খাদ্য উৎপাদনে একটি বড় অংশ জোগান দিয়ে চলেছে। এ মাঠ থেকে প্রতি বছর অনন্ত ৫ কোটি টাকার খাদ্যশস্য জেলার খাদ্যশস্য ভাণ্ডারে জমা হচ্ছে। কিন্তুকৃষকদের ভাগ্য উন্নয়নে সরকারি-বেসরকারি পর্যায়ে কেউই এগিয়ে আসেনি।
কৃষকরা জানান, স্থানীয় মেম্বারকে ২ বছর আগে রাস্তাটি চালু করার বিষয়টি জানানো হয়েছে। রাস্তাটি চালু হলে দুগ্রামের সুযোগ সুবিধা বৃদ্ধি পাবেন এবং জীবনযাত্রা পাল্টে যাবে। রাস্তাটি চালুর ব্যাপারে কৃষকরা সব ধরনের সহযোগিতা দিতেও প্রস্তুত রয়েছে। এ ব্যাপারে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেছে গ্রামবাসীরা।