এ কেমন শত্রুতা ? সন্তান হারানোরমতো আর্তনাদ

 

 

বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গার সুজায়েতপুর গ্রামে শত্রুতামূলোকভাবে পুকুরে বিষ প্রয়োগের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১০ লাখ টাকার মাছ মারা গেছে। শত্রুতামূলকভাবে পুকুরের মাছের ক্ষতি করায় বাড়ির সকলের বুক চাপড়ে চলে কান্নার রোল। কোনো মানুষের পক্ষে এ ধরনের কাজ করা কি সম্ভব?

সরেজমিনে জানাগেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের সুজায়েতপুর পূর্বপাড়ার আব্দুস সাত্তারের ছেলে সাইফুল ইসলাম বাড়ির পাশে ২০ বিঘা জলাকার পুকুরে বিভিন্ন প্রকার মাছ ছাড়েন। দেড় বছর ধরে মাছগুলোকে যত্নকরে আসছেন। গতকাল পুকুরের মাছ ধরার কথা ছিলো। কিন্তু রাতে কে বা কারা এতো বড় পুকুরের বিষ প্রয়োগ করে পুকুরের মাছ এমনকি কোনো প্রকার পানির প্রাণি পর্যন্ত বেঁচে নেই।

প্রত্যক্ষদর্শীরা জানায়, পুকুরের মাছগুলো মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে থাকে। পুকুরের সীমানা পেরিয়ে ডাঙ্গায় পর্যন্ত লপিয়ে লাফিয়ে উঠতে থাকে মাছ। আশপাশের ৫টি গ্রামের লোকজন এ করুণ দৃশ্য দেখার জন্য ছুটে আসে। ঘটনার বর্ণনা দিতে গিয়ে সাইফুল ইসলাম, পিতা আব্দুস সাত্তার ও মা ফুলছিরা বেগম বুকফাটা কান্নায় ভেঙে পড়েন এবং বিচার চাইলেন আল্লার নিকট।