বিজেপি নেতা গুলিতে নিহত :গ্রেফতার ৪

 

মাথাভাঙ্গা মনিটর: ভারতের বৃহত্তর নয়ডায় অজ্ঞাতনামা বন্দুকধারীরাবিজেপি নেতা বিজয় পন্ডিতকে গুলি করে হত্যা করেছে। দাদ্রি এলাকায় গত শনিবাররাতে ওই ঘটনা ঘটে। হত্যাকাণ্ডে সম্পৃক্ত সন্দেহে পুলিশ ৪ জনকে গ্রেফতারকরেছে। ঘটনার পর ওই এলাকায় বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এতেউত্তেজিত জনতা ১৬টি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্যসেখানে ব্যপক সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। ৩৭ বছর বয়সী ওই বিজেপি নেতাতার ভাইয়ের বাসা থেকে ফিরছিলো। এমন সময় মোটরসাইকেলে অজ্ঞাতনামা বন্দুকুধারীরাএসে তাকে উদ্দেশ্য করে ৫ রাউন্ড গুলি করে পালিয়ে যায়। বিজয় পন্ডিতের ভাইলোকেশ পন্ডিত ঘটনার জন্য উত্তরপ্রদেশ পুলিশ ও সরকারকে দায়ী করেছেন। তিনিসিবিআই তদন্তের আহ্বান জানিয়েছেন।