মিশরের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন সিসি

মাথাভাঙ্গা মনিটর: মিশরের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন দেশটিরসাবেক সেনা প্রধান আব্দুল ফাত্তাহ আল সিসি। সর্বোচ্চ সাংবিধানিক আদালতেরসদস্যদের উপস্থিতিতে তিনি শপথ গ্রহণ করেন। গত মাসের প্রেসিডেন্ট নির্বাচনেতিনি নিরঙ্কুশ বিজয় অর্জন করেন। সাংবিধানিক আদালতে শপথ গ্রহণ অনুষ্ঠানেরআগে রাজধানী কায়রোর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তা বাহিনীর সদ্যদেরমোতায়েন করা হয়। গত জুলাইয়ে অবসরপ্রাপ্ত এ সেনাপ্রধান দেশটির ইতিহাসে প্রথমগণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতা থেকেঅপসারন করেন। এর পর থেকে তিনি মুরসির দল মুসলিম ব্রাদারহুডের ওপর ব্যপকঅভিযান চালিয়ে আসছেন। শপথ অনুষ্ঠানে আদালতের উপপ্রধান মাহের সামি বলেনদাবি করেন সিসির ক্ষমতায় আসা কোনো অভূত্থান ছিলো না। বরং তিনি মানুষের  প্রত্যাশার জবাব দিয়েছেন। ৫৯ বছর বয়সী সিসি ৪ বছর মেয়াদের জন্য শপথ গ্রহণকরেন। তার শপথ গ্রহণ অনুষ্ঠান সরাসরি টেলিভিশনে সম্প্রচার করা হয়। সিসিরশপথের পর অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে দায়িত্বরত আদলি মানসুরপূণরায় সর্বোচ্চ সাংবিধানিক আদালতের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালনশুরু করবেন।