মেহেরপুর অফিস: বকেয়া বিদ্যুত বিল আদায়ের লক্ষ্যে মেহেরপুর জেলা প্রশাসনের সহযোগিতায় মেহেরপুর শহরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন অভিযান উদ্বোধন করা হয়েছে। প্রথম দিনে গতকাল রোববার দুপুরের মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের একটি দল শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বেশ কিছু গ্রাহকের বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করেন। এসময় বিদ্যুত বিভাগ ও জেলা প্রশাসনের কর্মচারীরা সেখানে উপস্থিত ছিলেন।