চুয়াডাঙ্গায় জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জেলা বিএনপির যুগ্মআহ্বায়ক মজু

 

 

বিএনপির বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তাদের দল থেকে বিতাড়িত করা হবে

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুল হক মালিক মজু বলেছেন, ঐক্যবদ্ধ বিএনপির বিরুদ্ধে যারা ষড়যন্ত্রের পায়তারা করছে তাদেরকে চিহ্নিত করে দল থেকে বিতারিড় করা হবে। দেশনেত্রী যখন চুয়াডাঙ্গা বিএনপিকে সুসংগঠিত করতে সুন্দর একটি আহ্বায়ক কমিটি উপহার দিয়েছেন, তখন দলের মধ্যে ঘাপটি মেরে থাকা কিছু ব্যক্তি ষড়যন্ত্র করে বিএনপি ধংসের ষড়যন্ত্র করছে।

এক প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিলেট ওসমানী মেডিকেল কলেজের ছাত্রদল নেতা তৌহিদুল ইসলামের হত্যাকারীদের গ্রেফতার ও সারাদেশে অব্যাহত খুন,গুম-নির্যাতনের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গায় বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কোর্টমোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের আহ্বায়ক শরীফুজ্জামান সিজার। বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্মআহ্বায়ক মজিবুল হক মালিক মজু, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফরিদুল ইসলাম শিপলু, জেলা ছাত্রদলের যুগ্মআহ্বায়ক মনজুরুল জাহিদ, জায়েদ মো. রাজিব খান, সোহেল আহম্মেদ মালিক সুজন, মোমিনুর রহমান মোমিন, তানভীর আহাম্মেদ প্রমুখ। বক্ত্যারা বলেন, খুন, গুম, অপহরণ করে অবৈধভাবে ক্ষমতার মসনদ বেশিদিন টিকিয়ে থাকতে পারে না। এ জালেম সরকারের পতন অবশ্যম্ভাবী। তিনি প্রশাসনকে বিমাতাসুলভ আচরণ পরিহার করে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। তিনি আরো বলেন, ঐক্যবদ্ধ জেলা বিএনপির বিরুদ্ধে যারা যড়যন্ত্রের পাঁয়তারা করছে তাদেরকে চিহ্নিত করে দল থেকে বিতাড়িত করতে হবে। তিনি সিলেটওসমানী মেডিকেল কলেজের ছাত্রদল নেতা তৌহিদুল ইসলামকে হত্যা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা সাদিউল কবির নীরবের ওপর হামলার তীব্র প্রাতবাদ করেন এবং জড়িতদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

গত ৪ জুন সিলেট এমএজি মেডিকেল কলেজ ছাত্রদল নেতা তৌহিদুল ইসলামকে ছাত্রলীগ সভাপতি সৌমেন দে-র নেতৃত্বে হামলা চালিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। তিনি বলেন, দেশ এখন মৃত্যূপুরীতে পরিণত হয়েছে। যেখানে প্রশাসনের কাছেও জনগন নিরাপদ নয়। তিনি জেলা ছাত্রদলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। বলেন, অনেক প্রতিক্ষার পর দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন চুয়াডাঙ্গা মাটি ও মানুষের নেতা মুহা.অহিদুল ইসলাম বিশ্বাসের নেতৃত্বে চুয়াডাঙ্গা জেলা বিএনপি একটি গতিশীল আহ্বায়ক কমিটি উপহার দিয়েছেন ঠিক তখনই বিএনপির ভিতরে ঘাপটি মেরে থাকা একটি কুচক্রিমহল আবারও ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। তিনি এই ষড়যন্ত্র কারীদের সম্পর্কে সর্তক থাকার জন্য জেলা ছাত্রদলের সকল স্থরের নেতাকর্মীদেরকে আহ্বান জানান এবং দলের ঐক্য নষ্টকারী এই সকল ষড়যন্ত্রকারীদেরকে দল থেকে বহিষ্কারের জোর দাবি জানান। সমাবেশে আরও উপস্থিত ছিলেন সকল উপজেলা, পৌর ও কলেজ সমূহের নেতাকর্মীবৃন্দ।