গাংনী প্রতিনিধি: অবশেষে হাজতমুক্ত হলেন মেহেরপুরের গাংনী উপজেলা চেয়ারম্যান মুরাদ আলী। উচ্চাদালতের জামিন আদেশে এক মাস ১৬দিন পর মুক্ত হলেন জেলা যুবদলের সাবেক এই সভাপতি। গতকাল রোববার সন্ধ্যায় মেহেরপুর জেলা কারাগার থেকে মুক্তি পান।
জেলা কারাগারের সামনে মেহেরপুর জেলা বিএনপি সভাপতি মেহেরপুর-২ আসনের সাবেক এমপি আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, সহসভাপতি আব্দুর রাজ্জাক, গাংনী পৌর বিএনপি সভাপতি ইনসারুল হক ইন্সু ও উপজেলা যুবদলের সভাপতি আক্তারুজামানসহ নেতৃবৃন্দ তাকে ফুলের মালা দিয়ে বরণ করেন। এদিকে মুরাদ আলী গাংনী উপজেলা বিএনপি কার্যালয়ে পৌঁছুলেও তাকে ফুলের মালা দিয়ে বরণ করেন বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
হরতাল-অবরোধের সময় গাংনী শহরে বিক্ষোভ মিছিল থেকে ককটেল বিস্ফোরণসহ বিভিন্ন অভিযোগে গাংনী থানা পুলিশ একটি মামলা দায়ের করে। ওই মামলার আসামি হিসেবে উচ্চাদালত থেকে ছয় সপ্তাহ জামিনশেষে ২৩ এপ্রিল মেহেরপুর সিনিয়র ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। পরদিন ২৪ এপ্রিল বিজ্ঞ বিচারক শুনানিশেষে তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।