ফ্রেঞ্চ ওপেন জিতলেন শারাপোভা


মাথাভাঙ্গা মনিটর: ফ্রেঞ্চ ওপেন শিরোপা জিতলেন রাশিয়ান তারকা মারিয়াশারাপোভা। শনিবার ফাইনালে রুমানিয়ার সিমোনা হালেপকে ৬-৪, ৬-৭(৫-৭), ৬-৪গেমে হারিয়ে শিরোপা জিতেন তিনি। এনিয়ে দ্বিতীয় বারের মতো ফ্রেঞ্চ ওপেনজিতলেন শারাপোভা। আর ক্যারিয়ারে তার এটি পঞ্চম গ্র্যান্ডসøাম শিরোপা। এরআগে তিনি উইম্বলডন, ইউএস ওপেন, অস্ট্রেলয়ান ওপেন ও ফরাসি ওপেনের একটি করেশিরোপা জেতেন এ রুশ ‘সুন্দরী’। তবে গতকাল শারাপোভাকে জয়ের জন্য লড়তে হয়েছে ৩ঘন্টা ২ মিনিট। ২০০১ সালের পর এবারই প্রথম ফরাসি ওপেনে মহিলা এককে তৃতীয়সেটে যাওয়া ফাইনাল দেখল দর্শকরা।