সুন্দর ফুটবলের চেয়ে জয়ই বড়: নেইমার
মাথাভাঙ্গা মনিটর: দেশের মাটিতে ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা জয়ের স্বপ্নেবুঁদ হয়ে আছে ব্রাজিল। এর জন্য ব্রাজিলের চিরায়ত ‘সুন্দর ফুটবল’ বিসর্জনদিতেও রাজি বলে জানিয়েছেন দলটির সেরা তারকা নেইমার।‘জোগা বনিতো’ বা সুন্দর ফুটবলএ শব্দযুগল ব্রাজিলের ফুটবলের সাথে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে।১২ জুন সাওপাওলোতে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্রাজিল। বরাবরেরমতোই এ বিশ্বকাপেও পাঁচ বারের চ্যাম্পিয়ন ব্রাজিলের কাছ থেকে মানুষ আক্রমণাত্মক ওআনন্দদায়ক ফুটবল আশা করে।এবারের বিশ্বকাপেরসবচেয়ে ফেভারিট দলটি যাকে ঘিরে ষষ্ঠ শিরোপা জয়ের স্বপ্ন দেখছে, সেই নেইমার অবশ্য বললেনভিন্ন কথা।
গত শুক্রবার সার্বিয়ারবিপক্ষে প্রীতি ম্যাচের আগে ব্রাজিলের ফুটবল কনফেডারেশনের অফিসিয়াল ওয়েবসাইটে নেইমারবলেন, সুন্দর ফুটবল আমাদের সবচেয়ে শেষের চিন্তা। আমরা যা চাই,তা হচ্ছে জয়। আমাদেরদলের মনোভাব সবসময়ই একই রকমসামনে যে প্রতিপক্ষই আসুক,হারাতে হবে।যেকোনো প্রতিপক্ষেরবিপক্ষেই প্রচুর গোল চান নেইমার। আর এ গোল আর জয় পাওয়ার পথে ভালো খেলা উপহার দিতেঅবশ্য আপত্তি নেই বার্সেলোনার তারকা ফরোয়ার্ডের।ক্রোয়েশিয়াছাড়াই ‘এ’ গ্রুপে ব্রাজিলের বাকি দু প্রতিপক্ষ মেক্সিকো ও ক্যামেরুন।