আলমডাঙ্গা স্টেশনপাড়াবাসীর মাদকবিরোধী অবস্থান :প্রতিবাদ সমাবেশ

 

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা স্টেশনের সামনে প্রকাশ্যে মাদকের রমরমা ব্যবসায় অতিষ্ঠ এলাকাবাসী গতকাল দিনভর মাদকবিরোধী অবস্থান নেয়। সন্ধ্যায় মাদকব্যবসাবিরোধী প্রতিবাদ সমাবেশ করে।

জানাগেছে, আলমডাঙ্গা রেলস্টেশনের সামনে সরকারি জমিতে গড়ে উঠেছে রমরমা মাদকব্যবসার ঝুপড়ি। এ ঝুপড়ির সম্রাজ্ঞী মিনি।মাদকসম্রাজ্ঞী হিসেবেই পরিচিত আলাউদ্দীনের স্ত্রী মিনি।নিজের ২ যুবতি মেয়ে মায়া ও আলোকে কাছে রেখে সে গড়ে তুলেছে এ মাদকঝুপড়ি। এখানে সফু নামে পৃথক আরেক ব্যক্তি এদের পাশাপাশি মাদকব্যবসা চালিয়ে আসছে। প্রতিদিন ভোর থেকে গভীর রাত অবধি চলে এ ঝুপড়িতে মাদকসেবী, চোর, পকেটমার ও ছিনতাইকারীদের আনাগোনা।ফলে স্টেশনসহ এ এলাকায় চুরি, ছিনতাই, পকেটমারের মতো অপরাধ হামেশায় সংঘটিত হয়ে থাকে।অতিষ্ঠ এলাকাবাসী এরই এক পর্যায়ে গতকাল ওই মাদক স্পটে অবস্থান নেয়। সন্ধ্যা অবধি তারা ওই মাদক স্পটটি ঘিরে রাখে।কোনো মাদকসেবিকেই ওই স্পটে ঢুকতে দেয়নি।আশপাশে ঘোরাঘুরি করলে তাড়িয়েছে। কয়েকজনকে পিটিয়ে জখম করেছে। সন্ধ্যায় এলাকার যুবসমাজ মাদকবিরোধী প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-কনক আহমেদ,বাদশা মোল্লা, টগর, হাফিজুর রহমান, প্রভাত কুমার, জনির উদ্দীন, মিজানুর রহমান, আয়নাল মেম্বার, গিটু হোসেন, হীরক, দীপক,জীবন প্রমুখ। ইতঃপূর্বে তারা থানায় গিয়ে আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ রফিকুল ইসলামের নিকট ওই মাদক স্পট তুলে দিতে অনুরোধ করেছেন বলে জানান। এ ব্যাপারে তারা ২-৩ দিনের মধ্যে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি দেবেন বলেও উল্লেখ করেছেন।