ভারত সফরের আমন্ত্রণ জানাতে ঢাকা আসছেন সুষমা

 

মাথাভাঙ্গা মনিটর: প্রধানমন্ত্রীশেখ হাসিনাকে ভারত সফরের আমন্ত্রণ জানাতে ২৬ জুন ঢাকায় আসছেন দেশটিরপররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। বিজেপি নেতৃত্বাধীন সরকারের এ মন্ত্রীসুষমা স্বরাজ বাংলাদেশে মাত্র একদিন অবস্থান করবেন। গতবৃহস্পতিবারপররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতসফরের আমন্ত্রণ জানিয়ে দেশটির নতুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চিঠি নিয়েপৌঁছে দিতেই সুষমা স্বরাজ ঢাকা আসছেন।মোদির সাথে তার নতুনমন্ত্রিসভার সদস্য হিসেবে সম্প্রতি শপথ নেন ৬২ বছর বয়সী বিজেপির নেত্রীসুষমা। এ নেতা ভারতের পঞ্চদশ লোকসভায় বিরোধীদলীয় নেতার দায়িত্ব পালন করেন।