ঝিনাইদহের হরিণাকুণ্ড মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনে মহি-শামসুল পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

 

হরিণাকুণ্ডু প্রতিনিধি: ৪ জুন দেশব্যাপি মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। হরিণাকুণ্ডু উপজেলা কমান্ড কাউন্সিল নির্বাচনে মহি উদ্দীন-শামসুল আলম পরিষদ পূর্ণ প্যানেলে বিজয়ী অর্জন করে। উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল ৯টা থেকে বিরতীহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। নির্বাচনে প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ওলিউর রহমান। নির্বাচনে মহি উদ্দীন-শামসুল আলম পরিষদ হাতি প্রতীক এবং রেজাউল ইসলাম-জামাল উদ্দিন পরিষদ কলস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে। ১৫০ জন ভোটারের মধ্যে ১৩৫ জন ভোটার ভোটপ্রদান করেন। কমান্ডার পদে মহি উদ্দীন মাস্টার ৬৯ ভোট এবং ডিপুটি কমান্ডার পদে শামসুল আলম ৭২ ভোট পেয়ে নির্বাচিত হন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে যথাক্রমে রেজাউল ইসলাম ৫৮ ভোট এবং খন্দকার জামাল উদ্দিন ৪৮ ভোট পান। নির্বাচিত অন্যান্য সহকারী কমান্ডারদের মধ্যে তাহাজ উদ্দিন, তাজ উদ্দিন, শকের আলী সর্দ্দার, আমজাদ হোসেন, জহিরুল ইসলাম, আয়ূব হোসেন, আমিরুল ইসলাম এবং কার্যকরী সদস্য পদে আফজাল হোসেন ও আব্দুস সাত্তার মন্টু নির্বাচিত হন। ভোট গণনা শেষে রাত সাড়ে ১০টার দিকে রিটার্নিং অফিসার উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আমীন বেসরকারিভাবে নির্বাচনের এ ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে বিজয়ী অর্জন করায় মহি উদ্দীন-শামসুল আলম পরিষদের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের অভিনন্দন জানানো হয়েছে।