আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা মুক্তিযোদ্ধা কমান্ডের নির্বাচনে ব্যাপক ভোটের ব্যবধানে সুলতান জোয়ার্দ্দার প্যানেল বিজয়ী হয়েছে। গতকাল বুধবার সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ চলে। মোট ভোটারের সংখ্যা ছিলো ৩৬৬। পোল হয়েছে ৩২২ ভোট। নির্বাচনে প্রতিপক্ষ সাবেক কমান্ডার আব্দুল কুদ্দুস প্যানেলকে পরাজিত করে সুলতান জোয়ার্দ্দার প্যানেল নিরঙ্কুশ বিজয় লাভ করে। কমান্ডার পদে সফিউর রহমান সুলতান জোয়ার্দ্দার ১৮৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আব্দুল কুদ্দুস পেয়েছেন ১৩৪ ভোট। এছাড়া সুলতান জোয়ার্দ্দার প্যানেলের অন্য বিজয়ী প্রার্থীদের মধ্যে ডেপুটি কমান্ডার পদে ১৭৪ ভোট পেয়ে অহিম উদ্দীন, সহসাংগঠনিক কমান্ডার পদে ১৭২ ভোট পেয়ে এমদাদুল হক, সহকারী কমান্ডার(পুনর্বাসন, সমাজ কল্যাণ, শহীদ ও যুদ্ধাহত) পদে ১৭১ ভোট পেয়ে মাজেদ আলি, সহকারী কমান্ডার (তথ্য ও প্রচার) পদে ১৭২ ভোট পেয়ে আজিজুল হক, সহকারী কমান্ডার (অর্থ) পদে ১৭৭ ভোট পেয়ে মুনসুর আলি, সহকারী কমান্ডার (ক্রীড়া ও সংস্কৃতি) পদে ১৬৮ ভোট পেয়ে আতিয়ার রহমান, সহকারী কমান্ডার (দপ্তর ও পাঠাগার) পদে ১৬৯ ভোট পেয়ে নাজিম উদ্দীন ওসহকারী কমান্ডার (ত্রাণ ও সমাজ কল্যাণ) পদে ১৬৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন জিন্নাত আলি। এছাড়া কার্যকরি সদস্য নির্বাচিত হয়েছেন আমিনুর হক ও নায়েক মোহাম্মদ আব্দুর মান্নাফ। নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম। নির্বাচন অনুষ্ঠান পরিদর্শন করেন অতিরিক্ত জেলা প্রশাসক আনজুমান আরা ও সহকারী কমিশনার (ভূমি) শাহীনুজ্জামান।