মাথাভাঙ্গা মনিটর: ব্রাজিল বিশ্বকাপে যাওয়া হচ্ছে না এভার বানেগার।লিওনেল মেসির সাবেক ক্লাব নিওয়েলস ওল্ড বয়েজের এ মিডফিল্ডারকে ছাড়াইব্রাজিল বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল দিয়েছে আর্জেন্টিনা।২০১৪ সালের শুরু থেকে ব্রাজিলে কাটালেও আর্জেন্টিনার হয়েব্রাজিল বিশ্বকাপে যাওয়া হচ্ছে না নিকোলাস ওতামেন্দিরও। ধারে ব্রাজিলের ক্লাবআতলেতিকো মিনেইরোতে খেলা ভালেন্সিয়ার এ ডিফেন্ডারকে চূড়ান্ত দলে রাখেননিআর্জেন্টিনা কোচ আলেহান্দ্রো সাবেইয়া।গত সোমবার ঘোষণা করা ২৩ সদস্যের চূড়ান্তদলে সাবেইয়া রাখেননি চ্যাম্পিয়ন্স লিগ জয়ী আতলেতিকো মাদ্রিদের ফরোয়ার্ড হোসেসোসাকেও।দুর্দান্ত এক আক্রমণভাগ নিয়ে ব্রাজিল বিশ্বকাপে পা রাখতে যাওয়াআর্জেন্টিনা এবার টুর্নামেন্টের অন্যতম ফেভারিট।লিওনেল মেসি,স্যার্জিওআগুয়েরো, গঞ্জালো হিগুইন সমৃদ্ধ আর্জেন্টিনার আক্রমণভাগে আছেন ইন্টারমিলানেররদ্রিগো পালাসিও আর পিএসজির এসেকিয়েল লাভেস্সি।আর্জেন্টিনার মাঝমাঠটাওদারুণ ভারসাম্যপূর্ণ। মাঝমাঠের নেতৃত্বে থাকা রিয়াল মাদ্রিদের আনহেল দি মারিয়া ওবার্সেলোনার হাভিয়ের মাসচেরানো সাথে আছেন অভিজ্ঞ ফের্নান্দো গাগো।
ফুটবলবিশ্লেষকদের মতে আর্জেন্টিনার দুর্বল জায়গা রক্ষণ। তবে ইংলিশ প্রিমিয়ার লিগজয়ীম্যানচেস্টার সিটির রক্ষণ-জুটি পাবলো সাবালেতা ও মার্তিন দেমিচেলিস হয়তো সেইদুর্বলতা ঢেকে দিতে পারবেন।১৯৮৬ সালে শেষবার বিশ্বকাপ জেতা আর্জেন্টিনা‘এফ’ গ্রুপে খেলবে নাইজেরিয়া,বসনিয়া-হার্জেগোভিনা ও ইরানেরসাথে।
আর্জেন্টিনা দল:গোলরক্ষক:মারিয়ানো আন্দুহার (কাতানিয়া), স্যার্হিও রোমেরো (মোনাকো), অগাস্তিন ওরিয়ন (বোকা জুনিয়রস)।ডিফেন্ডার:পাবলো সাবালেতা (ম্যানচেস্টার সিটি), ফেদেরিকো ফের্নান্দেস (নাপোলি), এসেকিয়েলগারায় (বেনফিকা), মার্কোস রোহো (স্পোর্তিং লিসবন), উগো কাম্পানিয়ারো (ইন্টারমিলান), মার্তিন দেমিচেলিস (ম্যানচেস্টার সিটি), হোসে বাসান্তা (মন্তেরেই)।মিডফিল্ডার:হ্যাভিয়ার মাসচেরানো (বার্সেলোনা), আনহেল দি মারিয়া (রিয়াল মাদ্রিদ), ফের্নান্দো গাগো (বোকা জুনিয়স), লুকাস বিগলিয়া (লাৎসিও), রিকার্দোআলভারেস (ইন্টার মিলান), আউগুস্তো ফের্নান্দেস (সেল্তা ভিগো), ম্যাক্সি রদ্রিগেস (নিওয়েলস ওল্ড বয়েস), এনসো পেরেস (বেনফিকা)।ফরোয়ার্ড:লিওনেল মেসি (বার্সেলোনা), রদ্রিগো পালাসিও (ইন্টার মিলান), গঞ্জালো হিগুইন (নাপোলি), স্যার্জিও আগুয়েরো (ম্যানচেস্টার সিটি), এসেকিয়েল লাভেস্সি (পিএসজি)।