চুনারুঘাটে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার

 

স্টাফ রিপোর্টার: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ির গভীর বনে বিশেষঅভিযান চালিয়ে রকেট লাঞ্চারসহ বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছেৱ্যাব।উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে- রকেট লাঞ্চার ১০০, রকেট চার্জার১০০, বিপুল পরিমাণ ভারি অস্ত্র ও বিস্ফোরক। ৱ্যাব-এর উইং কমান্ডারহাবিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার থেকেই ৱ্যাব-৯ এরসদস্যরা হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি গহিন বনের সন্দেহপ্রবণ এলাকাটিঘিরে রাখে। গতকাল মঙ্গলবার সকালে শতাধিক ৱ্যাব সদস্য ওই এলাকায় অভিযান চালায়। এতেপাঁচটি বাংকারের ভেতর থেকে রকেট লাঞ্চার ১০০, রকেট চার্জার ১০০, বিপুলপরিমাণ ভারি অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়। তিনি আরও জানান, ৱ্যাবেরঅভিযান অব্যাহত আছে। তবে কারা এ অস্ত্রগুলো এখানে রেখেছেন এব্যাপারে তিনিকিছু বলেননি।
স্থানীয়রা জানিয়েছেন, এ এলাকায় ভারতীয় নিষিদ্ধা ঘোষিতজঙ্গি সংগঠন এটিটিএফ-এর ঘাঁটি ছিলো।  হয়তো তারা এ অস্ত্রগুলো এখানে রেখেযেতে পারে।