হিজলগাড়ি-ছোটশলুয়া সড়কে মিশুক ছিনতাইয়েরপর পুলিশি ব্যারিকেড : মিশুকসহ ছিনতাইকারী সামসুল গ্রেফতার

 

বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদরের হিজলগাড়ি-ছোটশলুয়া সড়কে মিশুক ছিনতাই করে পালানোর সময় পুলিশি বাধায় মিশুকসহ এক ছিনতাইকারী পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। পালিয়ে রক্ষা পেয়েছে ৩ ছিনতাইকারী।

জানাগেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের ছোটশলুয়া গ্রামের জমির ঘোষের ছেলে ইদবার ঘোষসহ ৫ জন গতকাল সোমবার ভোর ৫টার দিকে শঙ্করচন্দ্র ইউনিয়নের ছয়ঘরি গ্রাম থেকে গান শুনে বাড়ি ফিরছিলো। এসময় মিশুকটি হিজলগাড়ি-ছোটশলুয়া সড়কের গোরস্তানের নিকট পৌঁছুলে ছিনতাইকারীরা অস্ত্রের মুখে মিশুকের গতিরোধ করে মিশুকে থাকা সকলকে বেঁধে ফেলে। ভোররাতে জোরে শব্দ করে মিশুক আসার শব্দশুনে হিজলগাড়ি ফাঁড়িপুলিশের সদস্যরা ফাঁড়ির সামনে ব্যারিকেড সৃষ্টি করেন। পুলিশি উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা তাদের কাছে থাকা হেঁসো এবং রামদা দিয়ে পুলিশকে লক্ষ্য করে আঘাত করতে যায়। এসময় পুলিশ আর্তরক্ষার্থে মিশুকের সামনে লাঠি দিয়ে আঘাত করে ছিনতাইকারীচুয়াডাঙ্গা নূরনগর কলোনীর বদর উদ্দিনের ছেলে সামসুলকে (৪০) মিশুকসহ গ্রেফতার করে। মিশুকের মধ্যে বসে থাকা বাকি ছিনতাইকারীরা পালিয়ে রক্ষা পায়। গ্রেফতারকৃত সামসুল জানায়, তারা ভ্যানযোগে রাত ১০টা থেকে সড়কের ওই স্থানে অবস্থান নেয়। পালিয়ে যাওয়ারা হচ্ছে- ডিঙ্গেদহ খেজুরতলার আলী, জয়নাল ও অজ্ঞাত একজন। গ্রেফতারকৃত সামসুলকে গতকালই পুলিশ চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করেছে।