যৌতুক মামলা তুলে নিতে স্ত্রী ও শ্বশুরকে হত্যার হুমকি

 

 

স্টাফ রিপোর্টার: আদালত থেকে যৌতুক মামলা তুলে নিতে স্ত্রী ইয়াসমিন ও শ্বশুর শহিদুল ইসলামকে হত্যার হুমকি দিয়েছে জামাই তরিকুল। এখন প্রাণের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে শ্বশুর শহিদুল। চুয়াডাঙ্গা পলাশপাড়াস্থ মানবতা সংস্থার কাছে বিচার চেয়ে আবেদন করেছে শহিদুল ইসলাম।

মানবতা সংস্থা এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছে, চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার জুড়ানপুর গ্রামের শহিদুল ইসলামের মেয়ের সাথে দুবছর আগে একই উপজেলার কার্পাসডাঙ্গার মহিদুল্লার ছেলে তরিকুলের বিয়ে হয়। বিয়ের পর থেকে তরিকুল যৌতুকের দাবিতে স্ত্রী ইয়াসমিনের ওপর নির্যাতন করে আসছিলো। গত বছর যৌতুক না পেয়ে তারিকুল শ্বশুরের নিকট ব্যবসা করার জন্য টাকা ধার চায়। শহিদুল ইমলাম মেয়ের সুখের কথা ভেবে একলাখ টাকা জামাই তরিকুলকে দেন। ধারের টাকা ফেরত চাওয়ায় তরিকুল তার স্ত্রী ইয়াসমিনের ওপর নির্যাতন শুরু করে। সে আরো একলাখ টাকা যৌতুক দাবি করে। এ বিষয়ে ইয়াসমিনের পিতা আদালতে জামাই তরিকুলের বিরুদ্ধে যৌতুক আইনে মামলা করেন। মামলা তুলে নিতে তরিকুল তার শ্বশুর ও স্ত্রীকে হত্যার হুমকি দিয়েছে। গত রোববার শহিদুল ইসলাম বিচার চেয়ে মানবতার নিকট আবেদন করেন। আবেদনপত্র গ্রহণ করেন মানবতা সংস্থার নির্বাহী পরিচালক অ্যাড. মানি খন্দকার। এসময় উপস্থিত ছিলেন সংস্থার সহসভাপতি অ্যাড. কাইজার হোসেন জোয়ার্দ্দার, নওসের আলী, জীল্লুর রহমান জালাল, গণসংযোগ কমকর্তা হাফিজউদ্দিন হাবলু ও জাকারিয়া সুলতানা ঝুমুর।