মাথাভাঙ্গ মনিটর: সাবেক প্রেমিক অসীম মার্চেন্টকে আইনি নোটিশ পাঠিয়েছেন বলিউডের অভিনেত্রীও গায়িকা প্রিয়াঙ্কা চোপড়া। প্রিয়াঙ্কা ও তাঁর সাবেক ম্যানেজার প্রকাশজাজুর বিতর্কিত অধ্যায়সহ প্রকাশ জাজুর ব্যক্তিগত জীবন নিয়ে জীবনীভিত্তিকছবি তৈরির ঘোষণা দিয়েছেন অসীম। স্বভাবতই এর মাধ্যমে প্রিয়াঙ্কার জীবনেরবিতর্কিত অধ্যায়ের কাহিনি ঠাঁই পাবে ছবিটিতে। কিন্তু অসীমের চলচ্চিত্রবানানোর পরিকল্পনা ভেস্তে দিতে সম্প্রতি আইনি নোটিশ পাঠিয়েছেন প্রিয়াঙ্কা।গতমে মাসের শুরুর দিকে প্রিয়াঙ্কা চোপড়ার জীবনের গল্প নিয়ে ছবি বানানোরপরিকল্পনার কথা জানান মডেল ও অভিনেতা অসীম মার্চেন্ট। তিনি জানান, বিনোদনজগতে প্রিয়াঙ্কার শুরুর দিকের সংগ্রামসহ তাঁর ব্যক্তিগত জীবনের আরও নানাবিষয় নিয়ে জীবনীভিত্তিক ছবি বানানোর মাধ্যমে চলচ্চিত্র পরিচালক হিসেবেআত্মপ্রকাশ করতে যাচ্ছেন তিনি। প্রিয়াঙ্কা ও তাঁর সাবেক ম্যানেজার প্রকাশজাজুর বিতর্কিত পুরো ঘটনা ছবিতে তুলে ধরবেন বলেও জানান অসীম।শুরুতে প্রিয়াঙ্কার জীবনীভিত্তিক ছবি নির্মাণের কথা জানালেও পরে সুরপাল্টান অসীম। প্রকাশ জাজুর জীবনীভিত্তিক ছবি তৈরির ঘোষণা দেন তিনি। কিন্তুস্পর্শকাতর বিষয়টি নিয়ে ছবি নির্মিত হোক, তা চান না প্রিয়াঙ্কা। ছবিটিবানানো থেকে বিরত রাখতে সম্প্রতি অসীমকে আইনি নোটিশ পাঠিয়েছেন প্রিয়াঙ্কারআইনজীবী।