জীবননগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হামদর্দ ওষুধ বিক্রয় প্রতিষ্ঠানকে জরিমানা

 

 

জীবননগর ব্যুরো: খাওয়ার অযোগ্য ওষুধ বিক্রি করার অপরাধে হামর্দদ জীবননগর বিক্রয় কেন্দ্রকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (অ. দা.) ফরিদুর রহমান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

সংশ্লিষ্টসূত্রে জানা যায়, জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (অ. দা.) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরিদুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় নামেন। এসময় তিনি বাসস্ট্যান্ড সংলগ্ন হামর্দদ ওষুধ বিক্রয় কেন্দ্রে তল্লাশি করে খাওয়ার অযোগ্য মারবেলাস, মাস্তরিন, কারমিনা নামক ওষুধ পাওয়া যায়। বিশুদ্ধ খাদ্য আইনের অধীনে ওষুধ বিক্রেতা হামদর্দ বিক্রয় কেন্দ্রের ম্যানেজার ইদ্রিস আলীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত ওষুধ ধ্বংস করা হয়।