স্টাফ রিপোর্টার: ১০দিনের পরিবর্তে পাঁচদিন আগে থেকে বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনেরঅগ্রিম টিকিট বিক্রি করা হবে। আগামী ১১ জুন থেকে এ সিদ্ধান্ত কার্যকর করাহবে।যাত্রীদের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ে এ সিদ্ধান্ত নিয়েছে বলে গতকাল সোমবার রেলপথ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতেজানানো হয়েছে, আগামী ১১ জুন (যাত্রা তারিখ ১৫ জুন) সকাল ৯টা থেকে রেলওয়েরসকল স্টেশন কাউন্টার এবং ইন্টারনেট ও মোবাইলফোনের মাধ্যমে একযোগে একার্যক্রম চালু করা হবে।