স্টাফ রিপোর্টার: কমিটি গঠনের দু দিনের মাথায় চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সহ-সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন অ্যাড. সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিম। গতকাল সোমবার তিনি জেলা বিএনপির আহ্বায়ক বরাবর এ পদত্যাগপত্র জমা দেন। তার জন্য সহ-সভাপতির পদ গ্রহণ করা বিব্রতকর ও অবমাননাকর বলে তিনি তার দরখাস্তে উল্লেখ করেছেন। তিনি তার পদত্যাগপত্রে উল্লেখ করেন- ‘৩১ মে দৈনিক মাথাভাঙ্গাসহ স্থানীয় পত্রিকায় সদর উপজেলা বিএনপির ৫ সদস্য বিশিষ্ট কমিটি প্রকাশিত হয়। কমিটিতে সহ-সভাপতি হিসেবে আমার নাম উল্লেখ করা হয়েছে। আমি ওই সভাপতির পদ থেকে পদত্যাগ করছি। কারণ এ কমিটি ঘোষণার আগে আমি কেন্দ্র অনুমোদিত ২০০৯-২০১৪ পর্যন্ত সদর উপজেলা কমিটির সভাপতি ছিলাম। সুতরাং সহ-সভাপতির পদ গ্রহণ করা আমার জন্য বিব্রতকর ও অবমাননাকর। সে কারণে এ পদ থেকে পদত্যাগ করছি। পদত্যাগপত্রটি সংশ্লিষ্ট সকলের কাছে প্রেরণ করা হয়েছে। যার অনুলিপি দৈনিক মাথাভাঙ্গা দপ্তরেও পাঠানো হয়। প্রেসবিজ্ঞপ্তি।