স্টাফ রিপোর্টার: দশম জাতীয় সংসদের বাজেট অধিবেশন আজ মঙ্গলবার বিকেল ৫টায় শুরু হচ্ছে।গত১৮ মে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় দেয়াক্ষমতা অনুযায়ী এ অধিবেশনের আহ্বান করেন। এটি হবে দশম জাতীয় সংসদেরদ্বিতীয় অধিবেশন।এ অধিবেশনের তৃতীয় কার্যদিবসে ৫ জুনঅর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ২০১৪-১৫অর্থবছরের বাজেট পেশ করবেন। এ বাজেট হবে দেশের ৪৩তম বাজেটএবং আওয়ামী লীগ সরকারের ১৫তম বাজেট। আর অর্থমন্ত্রী হিসেবে আবুল মালআব্দুল মুহিতের অষ্টম বাজেট। অর্থমন্ত্রী ওই দিন (৫ জুন) ২০১৩-১৪অর্থবছরের সম্পূরক বাজেটও পেশ করবেন।ইতোমধ্যে অর্থমন্ত্রী আগামীঅর্থবছরের বাজেটের আকার কতো হবে তার ঈঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, ২০১৪-১৫অর্থবছরের বাজেটের আকার ২ লাখ ৫০ হাজার কোটি টাকার মধ্যে হবে।